সেলিম মাহবুব, সিলেটঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা বিএনপি নেতা অসুস্থ শিহাব উদ্দিনের শয্যা পাশে কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। উপজেলা বিএনপি নেতা ও কালারুকা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এবং সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানের পিতা মোঃ শিহাব উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা শিহাব উদ্দিন হার্ট অ্যাটাক করে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার অসুস্থ শিহাব উদ্দিনকে হাসপাতালে দেখতে যান সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এ সময় তিনি তাঁর চিকিৎসার খোজ খবর নেন এবং শয্যা পাশে বেশ কিছু সময় কাটান। এ সময় হাসপাতালে কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামছুর রহমান সামছু।