ওয়াহিদ মুরাদ, খুলনাঃ খুলনার তেরখাদা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩টি গরুসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলো তেরখাদা উপজেলার হাড়িখালী মান্দারতলা এলাকার মো: মনির মোল্লার ছেলে মো: নাঈম মোল্লা (২৩), একই গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে মো: কিবরিয়া মোল্লা (৪২), এছাড়া পলাতক রয়েছে মৃত আইজদার মোল্লার ছেলে আলম মোল্লা। তেরখাদা থানার
অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার ৩ অক্টোবর দিনব্যাপী মাদক, অস্ত্র ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে তেরখাদা থানা পুলিশ উপজেলায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মান্দারতলা এলাকায় বিভিন্ন বাড়ি থেকে চোরাইকৃত ৯টি গাভি, ২ টি এড়েষাড় , ২টি বাছুরসহ ১৩টি গরু উদ্বার করা হয়। এসময় ২জনকে গ্রেফতার করলেও একজন পালিয়ে যায়। অভিযান অব্যহত রয়েছে বলে পুলিশ জানায়।