হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

হিলি প্রতিনিধিঃ হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ ২রা অক্টোবর সোমবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।

পরে ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top