গোপালগঞ্জ সদর থানা পুলিশের প্রচেষ্টা, উৎসবমুখর ও সুন্দর একটি দূর্গা পূজা নিশ্চিত করা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর থানা পুলিশ ও গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমানের নেতৃত্বে অন্যান্য অফিসারগণ সহ অদ্য সকাল থেকে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ পৌরসভাস্থ ১১, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের মোট ১০টি টি দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এই সময় পুলিশের সাথে পৌরসভার স্ব স্ব ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে অফিসার ইনচার্জ হিন্দু ধর্মাবলম্বী লোকজনদের সাথে দূর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পূজা উদযাপনে আইনশৃঙ্খলার বিষয়ে কোন সমস্যা আছে কিনা এই বিষয়ে তাদের নিকট জানতে চান। এছাড়াও পূজাও উদযাপনের বিষয়ে কিছু দিক নির্দেশনা প্রদান করেন। তিনি হিন্দু ধর্মালম্বীদেরকে

ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপন করার অনুরোধ করেন। হিন্দু ধর্মাবলম্বীর লোকজন মন্দির থেকে মন্দিরে গিয়ে পূজার খোঁজখবর নেওয়ার জন্য অফিসার ইনচার্জকে ধন্যবাদ প্রদান করেন এবং তাঁর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। পূজা মন্ডপ পরিদর্শন শেষে অফিসার ইনচার্জ তাঁর সঙ্গীয় অফিসারদের নিয়ে চলে যান ঘোনাপাড়া এলাকায়। তিনি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে ঘোনাপাড়ার বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরে দেখেন। বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে পর্দা টাঙ্গিয়ে ছোট ছোট রুম না করার জন্য রেস্টুরেন্ট মালিকদেরকে কঠোরভাবে সতর্ক করেন। রেস্টুরেন্টের ভিতরে পরিবেশ বিনষ্ট হয় বা দৃষ্টিকটূ লাগে এই ধরণের কার্যকলাপ না চলে, এই বিষয়ে সতর্ক থাকার জন্য রেস্টুরেন্ট মালিকদের হুঁশিয়ার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top