কুলিয়ারচরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। “এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে সোমবার (২ অক্টোবর) দুপুরে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে “জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা অত্যান্ত নিরাপদ ও শতভাগ কার্যকর’ এ বিষয়ের উপর সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূর মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, ইসলামী ফাউন্ডেশনের পক্ষে আবু বক্কর সিদ্দিকসহ জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খালেদ হাসান এ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা শেষে তারা ৫ম থেকে ৯ শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা পেতে ওয়েবসাইট- www.vaxepi.gov.bd তে নিবন্ধন করার জন্য অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top