বাল্যবিবাহ রোধ করতে নারীদের শিক্ষা অর্জনের বিকল্প নেই -খন্দকার ইয়াসির আরেফীন

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ বাল্যবিবাহের কারণে সমাজে নারীদের উপর নানা ঝুঁকি বহুগুনে বৃদ্ধি পেয়েছে। নারীর প্রতি সহিংসতা, মাতৃমৃত্যু ঝুঁকি, নারী শিক্ষার হা হ্রাস, অপরিনত বয়সে গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যু ঝুঁকি, বিদ্যালয়গুলোতে ঝরে পড়ার হার বৃদ্ধি ও নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়াসহ নানা রকম নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নারীদের শিক্ষা অর্জনের বিকল্প নেই এবং অভিভাবকদের বাল্যবিবাহের ঝুঁকি সম্পর্কে অবগত করা সমাজের সচেতনমহল সকলের দায় রয়েছে। ইতিমধ্যে সরকার বাল্যবিবাহ রোধে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। তিনি বলেন , মাদক , অনলাইন জুয়া ও জঙ্গিবাদ নির্মূলে অভিভাবকদের পাশাপাশি সমাজের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন । তিনি রবিবার পহেলা অক্টোবর ২০২৩ দিঘলিয়া উপজেলা প্রশাসন আয়োজিত বাল্যবিবাহ ও যৌতুক নিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মাদকাসক্তি ও জঙ্গিবাদ নির্মূল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে স্থানীয় দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সভায় খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খান নজরুল ইসলাম, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার। আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মাস্টার রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক বৃন্দ ও সুধীজন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান। সচেতনতা মূলক আলোচ্য অনুষ্ঠান শেষে বাল্যবিবাহ রোধ ও মাদকাসক্তের কুফল সম্পর্কে শেখ রাসেল দিয়ালিকা উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরবর্তীতে উপজেলা নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসক যোগদান করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top