বাঙ্গালীর রাজপথের দাবী

লেখক: কাজী গোলাম মহিউদ্দিনঃ

খন্দকার ছদরুজ্জামান,নড়াইলঃ
স্বকীয় বাঙ্গালী মোরা, আজ চিরস্বাধীন বাংলাদেশের নাগরিক,
বিশ্বনেতার আদর্শে দাবী আদায়ের সংগ্রামে, ছিনু মোৱা নিৰ্ভীক।

বাঙ্গালীর শান্তির প্রাঙ্গনে অশান্তি সৃষ্টিতে যারা করছে খুন-খারাবি,
দেশদ্রোহীদের দেশছাড়া করা হোক, এটাই জনতার রাজপথের দাবী।

মানবোনা মোরা মানবোনা আর শত্রুর প্রতি কোন অন্যায্য উদারতা,
দেশব্যাপী সৃষ্ট নৈরাজ্যে দৃশ্যমান, শত্রুদের অপ্রতিরোধ্য সক্ষমতা।

দিবানিশি ষঢ়যন্ত্র করে ওরা দু:সহ করছে বাঙ্গালীর শান্তির পৃথিবী,
প্রবঞ্চকের প্রবঞ্চনা চিরতরে বন্ধ করাই আজ হবে রাজপথের দাবী।

এই বাংলার একাত্তরপূর্ব পরিবেশ বাঙ্গালী কোনদিন ভুলবে না,
হৃদয়ের গভীরে দগ্দগে ক্ষত-যন্ত্রনা, প্রজন্ম পরম্পরা জুড়োবে না।

বিশ্বাস ঘাতকের ঘাতকতা ভুলে তাদের ক্ষমা করায়, বাঙ্গালীর ভরাডুবি,
জাতির বিশ্বাসের অমর্যাদাকারী পাবে না ক্ষমা, এই হোক রাজপথের দাবী।

চরম আঘাতে নিস্পেষিত বিমুঢ় বাঙ্গালী, রুখে দাঁড়াবে সবার সাথে,
বাঙ্গালীর অস্তিত্ব নিয়ে খেলছে যারা তাদের সাথে দেখা হবে রাজপথে।

জীবনভর আঘাতে জর্জরিত নিরীহ বাঙ্গালীর যারা শেষ করেছে সবি,
প্রহসনের খেলা আর নয়, শেষ হোক তাদের, এটাই রাজপথের দাবী।

ষঢ়যন্ত্রের আধুনিক প্রয়োগে যারা আজ অপরাধের চরম শিখরে,
দেশ জনতার সম্মিলিত শক্তি কেন দিচ্ছে না তাদের পাপের কণ্ঠ রুদ্ধ করে!!

জাতশত্রুদের চক্রান্ত প্রকাশ করে, রোধকর তাদের ঔধ্যত্যপূর্ন নবাৰী,
এই হোক বাঙ্গালী জাতির চিরশত্রু নিপাতের তরে রাজপথের দাবী।

পাকিস্তানের বেঈমানী কুমন্ত্রে বশীভূত, জাতীয় শত্রুদের সর্বজয়ী গলাবাজী,
থামিয়ে দেবে বাঙ্গালীর সকল অর্জন, দেখে মনে হয় সকলেই ভাতে রাজী!

অর্ধশতাব্দী পেরিয়েও বাঙ্গালীর বিজয়ের উল্লাস, যারা চায় মুলতবী,
পরীক্ষিত সেই বেঈমানদের আগ্রাসন হতে বাঁচতেই রাজপথের দাবী।

বাঙ্গালীর শ্রেষ্ঠ অর্জন নম্বাতকারী পাকিস্তানী দালালেরা সচেষ্ট সদা,
কোন প্রক্রিয়ায় ধুলিস্বাত করবে বাঙ্গালীর মহান বিজয়ের মর্যাদা।

রক্তে পাওয়া বিজয়ের গৌরব বিদ্ধস্তকারীরা জাতির দেহে বিদ্যমান পরজীবী,
মুক্তিযুদ্ধ বিজয়ী জাতির অর্জন বিদ্বেষীদের বিনাশ আজ রাজপথের দাবী।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top