সেলিম মাহবুব, সিলেটঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা মনিপুরী সম্প্রদায়ের পুরোহিত শ্রী গৌরচন্দ্র শর্ম্মা পরলোক গমন করেছেন। শুক্রবার রাত ১১ ঘটিকার সময় ইহলোকের মায়া ত্যাগ করে তিনি পরলোক গমণ করেন।পুরোহিত শ্রী গৌরচন্দ্র শর্ম্মা রতনপুর গ্রামের মৃত পুরোহিত শ্রী বাবা শর্ম্মার একমাত্র পুত্র। শ্রী গৌরচন্দ্র শর্ম্মা এলাকার শান্ত পরোপকারী এবং সাদা মনের মানুষ ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, শিষ্য, আত্মীয়-স্বজন সহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে পরলোক গমণ করেন। শনিবার ১১ টায় স্থানীয় শ্মশানে পুরোহিত শ্রী গৌরচন্দ্র শর্ম্মার আন্তোষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পুরোহিত শ্রী গৌরচন্দ্র শর্ম্মার
পরলোক গমণে শোক প্রকাশ করেন, ছাতক-দোয়ারা বাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মহিবুর রহমান
মানিক। পৃথকভাবে শোক প্রকাশ করেন বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন কুমার সিংহ, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রঘু মনি সিংহ, ইউপি সদস্য শফিক আলী। এ ছাড়া শোক প্রকাশ করেন, মণিপুরী সমাজ কল্যাণ সমিতি ধনীটিলা শাখা, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি ধনীটিলা শাখার নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন জাতি গোষ্ঠী-সম্প্রদায়ের লোকজন।