লোহাগড়ায় শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খন্দকার ছদরুজ্জামান,নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে মন্দির ভিত্তিক পূজা কমিটির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় লোহাগড়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে হলরুমে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক পরীক্ষিত সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো:আনোয়ার হোসেন। এ সময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ২৪ ঘন্টায় প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলক সিসি ক্যামেরা থাকতেই হবে।

পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি গৌতম দেওয়ান, নড়াইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব রনজিত ঠিকাদার, পূজা উদযাপন পরিষদের নেতা জুড়োন ঘোষ, শিক্ষক কিংকর ঘোষ, মনি কুমার বিশ্বাস, অলোক পান্ডে, সুনীল বিশ্বাসসহ প্রমূখ। সভায় আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে সংশ্লিষ্ট মন্দিরের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে নানা সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, এ বছর লোহাগড়া উপজেলায় ১৫১ টি পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ৪১টি পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top