নিজস্ব প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ খসরুজ্জামানের পুত্রা শেখ সাব্বির হোসেনের( ২৮)এর দাফন সম্পন্ন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৫,৪৫ মিনিটে কিডনি জটিলতা অসুস্থতজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি স্ত্রী এবং অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। শুক্রবার সকাল ৯ টায় শিরোমনি দক্ষিণ পাড়া ইমাম বাড়ী প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে শিরোমণি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুর সংবাদ শুনে তার বাসভবনে ছুটে যান,
শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, যোগীপোল ইউপি চেয়ারম্যান সাজাদুর রহমান লিংকন, শিরোমনি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম।
জানাজায় উপস্থিত ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক খান জাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স ম রেজওয়ান আলী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম কাগজী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, ৩৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন , সাধারণ সম্পাদক খ ম লিয়াকত আলী, মিয়া গোলাম কুদ্দুস, জাতীয় সাংবাদিক সংস্থার খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক জিয়াউল ইসলাম,সাংবাদিক সংস্থার
খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক এম আর হাসান,৯ নং ওয়ার্ড মেম্বার নবিরুল ইসলাম রাজা,শিরোমনি ৮ নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন,
৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সালাম,
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন
খান জাহান আলী থানা ছাত্রদলের
আহবায়ক মাসুম বিল্লাহ, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার শেখ ওমর ফারুক মিন্টু,ডাক্তার আবু রায়হান নিবিড়,মফিজুর রহমান,
শেখ হারুনুর রশিদ, নান্নু শেখ,দাউদ মোল্লা, হাফিজুর রহমান,সেলিম গাজী, শাকিল গাজী, আবুল হাসেম সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল। নামাজে জানাজা পড়ান মরহুমের মরহুমের ছোট ভাই তানজিম শেখ।