হিলি প্রতিনিধিঃ সম্প্রতি বাংলাদেশিদের ভারতীয় ভিসা পেতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এমন প্রশ্নে ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার বলেন,ভিসা আবেদনের নতুন পদ্ধতি চালু করায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে ভিসা পেতে। বয়স্ক ও রোগীদের সুবিধার জন্য নতুন এই ভিসা প্রসেসিং চালু করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় সম্প্রতি মাদক উদ্ধারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন মাদকপাচার রোধে দুই দেশের প্রশাসন কাজ করে যাচ্ছে।
প্রতিদিন ১২০০ ভিসার আবেদন পড়ছে আমরা সেগুলো পরীক্ষা করে দ্রুত ভিসার পারমিশন দিচ্ছি। সেই সাথে মেডিকেল ভিসা ১ থেকে ৩ দিনের মধ্যে দেওয়া হচ্ছে। পরে হিলি স্থলবন্দরে আমদানিকারকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হিলি-ঘোড়াঘাট সার্কেলের পুলিশ সুপার শরিফুল ইসলাম, ওসি আবু সায়েম মিয়া, হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হিলি কাস্টমসের সহকারি কমিশনার বায়জিদ হোসেনসহ অনেকেই।