টাঙ্গাইলের মধুপুরে ছয়দিন ব্যাপি কৃষিমেলা উদ্বোধন

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে ছয় দিন ব্যাপি কৃষিমেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এম.পি। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইয়াকুব আলী, সহকারি পুলিশ সুপার ফারজানা আক্তার জেমি, অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) কৃষিবিদ মাহ্মুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা

আল মামুন রাসেল, মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমূখ। মেলায় ফলদ, বনজ ও ওষুধি গাছের ৪০ টি স্টল বসেছে। উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ফলদ বনজ ও ওষধি গাছ লাগানোর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন রোধ করতে হবে। প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করে সবুজায়ন বৃদ্ধি করতে হবে। কৃষিতে আধুনিকায়ন করে দেশের সমৃদ্ধি আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top