সেলিম মাহবুব, সিলেটঃ সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতকের উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরামের এক মতবিনিময় সভা সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে ১১ ঘটিকার সময় ফোরামের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান। ফোরামের সভাপতি মোঃ মুরাদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ফোরামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, স্হানীয় সামসুর রহমান
বাবুল, শাহ মোঃ মঈনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আমির আলী, ফোরামের সহ সভাপতি সামছ উদ্দিন, মাওলানা সেলিম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন,অর্থ সম্পাদক টিএ সুলেমান, সহ-প্রচার সম্পাদক মাওলানা তাজ উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক বাবুল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ নিজাম উদ্দিন, সহ প্রশিক্ষণ সম্পাদক মাসুম আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, হাফিজ মুহাম্মদ আলী। সংগঠনের সদস্য নুর মুহাম্মদ, ছামিউর রহমান মনাই, সেবুল আহমদ, জুবায়ের আহমদ, হাফিজ জুনাইদ আহমদ, মাওলানা মইন উদ্দিন, ডা.জুবায়ের আহমদ, আরিফুর ইসলাম হিমেল, হাফিজ সুরুজ আলী, হোসেন আহমদ, সেবুল আহমদ প্রমুখ।