সেলিম মাহবুব, সিলেটঃ সুনামগঞ্জ জেলার ছাতকে মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর)সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির একাধিক বারের সাবেক সভাপতি ও ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি শামীম আলম নোমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সরকারী শিক্ষক আশোক সামন্তের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি সামছুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সাবেক শিক্ষক আব্দুল আলীম, সাবেক ইউপি সদস্য মফজ্জুল আলী, রোয়াব আলী, বর্তমান ইউপি সদস্য শাহজাদা সুমন প্রমুখ। বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল আলমের দূর্নীতি অনিয়ম তুলে ধরে বলেন বর্তমান ম্যানেজিং কমিটি এ শিক্ষককে সাময়িক অব্যাহতি দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্থায়ী বহিষ্কার চেয়ে আবেদন করেছেন। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত চলমান। তদন্ত রিপোর্ট অনুযায়ী
তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্তা নেয়া হবে। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন বিদ্যালয় প্রতিষ্ঠায় মায়েরকোল, মুনিরজ্ঞাতি, ভুইগাঁও, সৈদেরগাঁও সহ অত্র এলাকার বিশেষ অবদান রয়েছে। বিদ্যালয়ের বেশিরভাগ জায়গা তাঁর এবং আত্মীয় স্বজনরা দান করেছেন। এলাকার সর্বস্তরের মানুষ বিভিন্ন ভাবে বিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন। আজও সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের কারনে বিদ্যালয় টি পিছিয়ে থাকবে এটা মেনে নেয়া যায় না। শিক্ষকরা ম্যানেজিং কমিটিকে এড়িয়ে চললে অনিয়ম দূর্নীতি তো হবেই এতে সকলকে সজাগ থাকতে হবে। এপর্যন্ত যা হয়েছে কোনো কিছু আমি জানি না এবং আমাকে জানানো হয়নি।এটা আসলে দুঃখজনক বিদ্যালয় সুন্দর ভাবে পরিচালনার স্বার্থে সকলের মধ্যের দুঃখ বেদনা মুছে দিতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান। প্রবীণ মুরুব্বি সামছুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, মুরুব্বিয়ানদের পরামর্শ ছাড়া কোনো কিছু করাটাও দূর্নীতি এলাকার যুব সমাজ কে মুরুব্বিয়াদের দেখানো পথে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন বিদ্যালয়ে যারা জায়গা দান করেছেন আপনারা বিদ্যালয়ের স্বার্থে নতুন কোনো ধরনের বিশৃংখলা সৃষ্টি করবেন না। সভায় আরো বক্তব্য রাখেন, রোয়াব আলী, মাস্টার আব্দুল আলীম,
ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আলম নোমান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আজিম উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল করিম, মজুমদার আলী, সায়েদুল হক, সুব্রত কুমার পাল, তাহেরা খাদিজা, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আজিজ, আব্দুল মুক্তাদির, হানিফা বেগম, দাতা সদস্য তাজ উদ্দিন, প্রতিষ্টাতা সদস্য মাসুক মিয়া, মুরুব্বি আব্দুল মজিদ, রাসেল মিয়া, মজিদ মিয়া, সাবেক মেম্বার ছালিক মিয়া ছাব্বির আহমদ, আখলু মিয়া, আব্দুর রহমান, রইছ আলী, শুকুর আলী, এখলাছুর রহমান, নুর উদ্দিন, নুর ইসলাম, খালেদ আহমদ, তোফায়েল আহমেদ, আব্দুল কাদির, আব্দুল মছব্বির, আলী আহমদ, ফারুক মিয়াসহ এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।