সেলিম মাহবুব, সিলেটঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে দাড়িয়ে হুইল চেয়ার দিয়েছেন এনজিও সংস্হা ব্র্যাক। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলার, বিশ্বম্ভরপুর উপজেলার, জয়নগর ইসিডি ব্র্যাক স্কুলের শারিরীক প্রতিবন্ধী শিক্ষার্থী হোসনে আরা কে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। চেয়ার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, ঢাকার ব্র্যাক শিক্ষা কর্মসূচীর ঢাকা প্রধান প্রফুল্ল কুমার বর্মণ। এসময় আরও উপস্তিত ছিলেন ডেপুটি ম্যানেজার ঝর্না দাস, মামুনুর রশীদ ও পলাশ চন্দ্র মহন্ত, ডিভিশনাল ম্যানেজার এবং ইউ এম প্রণয় কান্তি দাস। এছাড়াও উপস্তিত ছিলেন জয়নগর
ইসিডি ব্র্যাক স্কুলের অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্রাকের ঢাকা প্রধান প্রফুল্ল চন্দ্র বলেন যে, শিশুদের মানসিক বিকাশের উন্নয়নের জন্য ব্যায়াম ও খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি সকল শিশুদের পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের অধিকার ও সুযোগ নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য থাকে যে, সাড়াদেশের ন্যায় ব্র্যাক স্কুলের শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে সুনামগঞ্জ জেলায় ছাতক, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা সহ মোট তিনটি হুইল চেয়ার বিতরণ করা হয়।