দাকোপ খুলনা প্রতি নিধি ঃ খুলনার দাকোপ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ ও ডিসিএফ এর যৌর্থ উদ্যোগে ডি আই ডি আর এম প্রকল্পের আওতায় সি বিএম প্লোবাল এর আর্থিক সহায়তায় সংযোগ নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
২৭ শে সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথিহিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্দা ও সাবেক কমান্ডার মোহিত লাল রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সিনিয়র পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা
তপন জ্যোতি চক্রবর্তী, উপজেলা মেরীনএন্ড ফিসারীজ অফিসার বিপুল কুমার দাস দাকোপ উপজেলা প্রকৌশলী আফিসের হিসাব রক্ষক শহিদুল ইসলাম, দাকোপ প্রেসক্লাব সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল । সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের ডিআইডি আর আর অফিসার জলন্ত ত্রিপুরা।আন্যানের বক্তব্যদেন প্রকল্পের সি এফ প্রকাশ রায়, প্রীতিলতা সরকার,তিথি রায় সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও সাংবাদিক গন,। সভাটি পরিচালনা করেন প্রকল্পের কমিউনিটি ফেসালিটর সুদীপ সরকার।