ঝালকাঠির রাজাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরে “মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কনভেনশন সেন্টারে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়। শাহ জালাল হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আসলাম সিকদার (নয়ন বঙ্গবাসী)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোস্তফা ফিরোজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব উদ্দিন পাভেল।
আবুল হাসনাত আবদুল্লাহ সুমন সিকদারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, মোঃ শামিম হোসেন, আসিফ সিকদার মানিক, কুদরত জোমাদ্দার, আবদুল্লাহ আল বাপ্পি মৃধা। সভায় ঝালকাঠি জেলার সকল উপজেলা সহ পার্শ্ববর্তী জেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top