সেলিম মাহবুব, সিলেটঃ ছাতক পৌর শহরে ব্যাটারি চালিত অটোরিকশার(মিশুক)র যানজটের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। শহরে পদে- পদে ব্যাটারি চালিত অটোরিকশা(মিশুক) এ যেন মানুষের জন্য এক অসহনীয় দুর্ভোগ। যত্র তত্র অটোরিকশা (মিশুক) রেখে যানজট সৃষ্টি করে লেগেই আছে। বিদ্যুতের ঘটতিসহ এসব অটোরিকশার অদক্ষ চালকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। পৌর শহরের পয়েন্ট, পাবলিক খেয়া ঘাট, ফ্যাক্টরি ঘাট, শিববাড়ি ঘাট, কলেজ রোড, মধ্যবাজার আখড়া, থানা ঘাট, প্লাজা চত্বর এলাকায় মানুষ স্বাভাবিক ভাবে হাটা চলা করতে পারছেনা। ছাতক পৌর শহর যেন এক ব্যাটারি চালিত অটোরিকশা (মিশুক)র রাজ্যে পরিনত হয়েছে। রবিবার শহরের পশ্চিম বাজারে দোকানের সামনে অটোরিকশা রাখা নিয়ে দোকানদার এবং অটোরিকশা চালকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত ও হয়েছেন কয়েক জন। গত শুক্রবার অটোরিকশা চালক তার অটোরিকশা নিয়ে পশ্চিম বাজারের জাবেদ মিয়ার দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের মালামাল
ও আসবাব পত্র ভেঙ্গে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন তিনি। ওই দিন আরেক অটোরিকশা চালক এক মহিলাকে এক্সিডেন্ট করে পালিয়ে যায়। এভাবে আরেো কয়েকটি এক্সিডেন্ট হয়ে তাতিকোনা মহল্লার মনির মিয়ার পা ভেঙেছে ও চরেরবন্দ মহল্লার জৈনক ব্যাক্তির হাত ভেঙেছে। পশ্চিম বাজার এম আলী ট্রেডার্সের সামনের গ্লাস দু’দফা ভেঙ্গেছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এ ভাবে প্রায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। ছাতক পৌর সভা বা থানা পুলিশ এ ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে বে- পরোয়া হয়ে পড়েছেন অটোরিকশা (মিশুক)র চালকরা। এতে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অতিদ্রুত অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ( মিশুক) ও অদক্ষ্য চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং পৌর শহরে এ সবের নিয়ন্ত্রণ করা হোক। ছাতকে ৩ টি সমিতির মাধ্যমে ২ হাজারের ও অধিক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে বলে সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে।