ডুমুরিয়ায় রাতে দুই বাড়িতে দুধর্ষ ডাকাতি, সোনার গহনাসহ সাড়ে ৫ লক্ষ টাকার মালামাল লুট

সরদার বাদশা খুলনা ডুমুরিয়াঃ ডুমুরিয়ায় একই রাতে দুই বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। স্বর্নের গোহনা নগত টাকাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকতদল। এসময় ডাকাতদের হামলায় গৃহবধূ নাসরিন নাহার (৩২) গুরতর আহত হয়েছেন। আহত গৃহবধূ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে,ঘটনার দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাত ১৪/১৫ জনের একটি সংঘ বদ্ধ ডাকাত দল বরাতিয়া গ্রামের আবুল সরদার (৬৫)র বাড়িতে পাশে ওৎ পেতে থাকে।এসময় বাড়ির মালিকের ছেলে ব্যাবসায়ী রায়হান সরদার (৩০)বাজার থেকে বাড়িতে ঢুকে ঘরে প্রবেশ করার সময় ডাকাত দলের ৫জন সদস্য পিছন দিক থেকে আটকে দড়ি দিয়ে বেঁধে

ফেলে এবং তার স্ত্রীকে পাশের বাড়ির শাহাবাজুলকে ফোন করে আসতে বলে। শাহাবাজুল আসামাত্র তাকে প্রথমে তাকে লাথি মারে মাটিতে ফেলে দেয়। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এসময় ৪জন ডাকাত দলের সদস্য বাড়ির মালিক আবুল সরদারের ঘরের দরজা লাথি দিয়ে ভেঙে তাকে বেঁধে দুই পরিবারের নারি পুরুষ ৬ জনকে বেঁধে বাড়ির সকল অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। প্রথমেই ৪টি মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর ডাকাতরা রায়হানের দেড় বছর বয়সী শিশু তাহমিনা খাতুনের গলায় ধারালো ছোরা ধরে হত্যার ভয় দেখিয়ে বলে যাকিছু আছে তাড়াতাড়ি করে সবকিছু দিয়ে দে। এসময় ঘরে শোকেস ও আলমারিতে রক্ষিত সোনার রুলি ১টি,চেইন ১টি,আংটি ৮টি এক জোড়া কানের দুলসহ নগদ ২৭ হাজার টাকা এবং একই সময় ৪জন ডাকাত পাশের বাড়ি শাহাবাজুলের স্ত্রী কেলোহার রড দিয়ে কানে আঘাত করে মোবাইল ফোন কেড়ে নেয়।এসময় তার ঘরে রক্ষিত ১টি রুলি,২টি আংটি,১টি চেইন, ১ টি বেসলেট,২ টি

কানের দুল ও নগদ ২ হাজার টাকাসহ মোট সাড়ে ৫ ভরি সোনার গহনা নগদ টাকাসহ সাড়ে ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তবে এ ঘটনা কোন প্রকার থানা পুলিশ পুলিশ না জানাতে দুই পরিবার জীবননাশের হুমকি দিয়ে ডাকাত দল বীর দর্পে ঘটনা স্থল ত্যাগ করে চলে যায়।রাত সাড়ে তিন টার দিকে মাঠের মধ্যে সবজি ক্ষেতের বাসায় থাকা জালাল উদ্দীন সরদার (৬০) তাদের গংগানি শুনতে পেয়ে ঘটনা স্থল এসে সকলের দড়ি খুলে দেয় জিম্মি থেকে মুক্ত করেন। ভুক্তভোগী রায়হান সরদার এক প্রশ্নের জবাবে তিনি কান্না বিজড়িত কন্ঠে বলেন,মামলা করলে বা পুলিশ জানালে আমাদের কেই জানে বেচে থাকব না। এমন হুমকি ধামকি দিয়ে গেছে ডাকাত দল। এই বিষয়ে তথ্য জানাতে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)সেখ কনি মিয়া (বিপিএম)এর ব্যাবহৃত সরকারি মুঠোফোনে 013-201-40285 নাম্বারে একাধিকবার ফোন দিলেও ফোনটি রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top