কাজিপুরে প্রথম স্মার্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন ও মিড ডে মিল চালু

লিমন হেলাল কাজিপুর(সিরাজগঞ্জঃ মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আহবানে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রথম স্মার্ট প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কোমলমতী শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা ও তাদের মেধা বিকাশের লক্ষ্যে কাজিপুর উপজেলায় প্রথম স্মার্ট প্রাথমিক বিদ্যালয়। বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য সাইন্স জোন, স্মার্ট লাইব্রেরি অ্যাপস ও মিউজিয়াম এবং ডিজিটাল ক্লাসরুম, মিটডে মিল, স্মার্ট হাজিরা উদ্বোধন করা হয়েছে। স্থাপনের মধ্য দিয়ে এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে এমন সংযোজন ব্যতিক্রম এবং জেলায়

প্রথম উদ্যোগ বলে জানা যায়। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ৩৬নং বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান,বিদ্যালয়ের সভাপতি অমিত হাসান নয়ন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top