সেলিম মাহবুব, সিলেটঃ ছাতকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৩০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে একটি করে ছাতা বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ উন্নয়ণ সহায়তা তহবিলের ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থ বছরের মোট ১ লাখ ৯০ হাজার টাকা সরকারী বরাদ্দ থেকে ইসলামপুর উচ্চ বিদ্যালয় ও বনগাঁও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণের উদ্যোগ গ্রহন করেছে ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৩০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতিজনের হাতে একটি করে ছাতা তুলে দেয়া হয়। এ উপলক্ষে ইসলামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ছাতা বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড.সুফি আলম সোহেলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত ছাতা বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী সৈয়দ আহমদ, শিক্ষানুরাগী আব্দুল আজিজ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী আবুল হাসান, সহকারী প্রধান শিক্ষক দুদু মিয়া,শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান সাজ্জাদ, স্থানীয় ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল, শিক্ষার্থী তানহা বেগম, সাগর আহমদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউপি সচিব কামাল খান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, শিক্ষার্থী তাহিদ আহমদ ও গীতা পাঠ করেন অফিস সহকারী প্রজেশ চন্দ্র দাস।