নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২০ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় (বগুড়া-নাটোর) মহাসড়কের বেড়াগাড়ী নামক স্থানে পল্লি বিদ্যুতের সা-ষ্টেশন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রিমন হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। মারাত্মক আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
নিহত মোটরসাইকেল আরোহী রিমন হোসেন নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রামের আবু তালেবের ছেলে। গুরুতর আহত অপরজন রাকিব হাসান (২২) একই গ্রামের মনসুর আলীর ছেলে।
নন্দীগ্রাম থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, রিমন কক্সবাজার ভ্রমণে যাওয়ার জন্য কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নন্দীগ্রামে যাওয়ার পথিমধ্যে অজ্ঞাত যানবাহনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রিমন ঘটনাস্থলেই নিহত হয় এবং তার সাথে থাকা বন্ধু রাকিব গুরুতর আহত হয়েছে। তবে কার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে তা সঠিক জানা যায়নি।