সেলিম মাহবুব, সিলেটঃ ছাতকের পল্লীতে জামিলা আক্তার লিয়া (১৬) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে স্থানীয় হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও উপজেলার টেঠিয়ারচর গ্রামের মৃত সিরাজ মিয়ার কণ্যা। রোববার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কালারুকা ইউনিয়নের কাজিহাটা (নোয়াগাঁও) গ্রামের বাসিন্দা মহসিন মিয়ার
ভাগনী স্কুল ছাত্রী জামিলা আক্তার লিয়া। তাঁর বাবা-মা না থাকায় মামার বাড়ীতে বসবাস করেই লেখাপড়া করতো সে। মামার বাড়ির লোকজন জানান, রোববার সকালে জামিলা আক্তার বসতঘরে বাথরুমে বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। বাড়ীর লোকজন তাঁকে দ্রুত ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছাতক থানার উপ-পরিদর্শক মাহমুদ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।