ছাতকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

সেলিম মাহবুব, সিলেটঃ ছাতকে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল কাশেম ওরফে কাশেম (৩২) পৌর শহরের ভাসখালা গ্রামের আকবর আলীর পুত্র। রবিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ভাসখালা গ্রামের পেপার মিল গোরস্থান সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পুলিশ সুত্রে জানা গেছে, আবুল কাশেম সহ ১০/১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে আবুল কাশেমকে অস্ত্র সহ গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তাঁর অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি রামদা, ছোরা, চায়নিজ কুড়াল, রশি, লোহা কাটার ব্লেড উদ্ধার করেছে। পুলিশ আরো জানিয়েছে আবুল কাশেমের বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম ডাকাত আবুল কাশেমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতি নেয়ায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top