স‌ঠিক নেতৃত্ব না থাকায় শেখ হা‌সিনার উন্নয়‌নের সুফল জনগণ পা‌চ্ছেন না- আফসার খান ছা‌দেক

সেলিম মাহবুব, সিলেটঃ সি‌লেট-৬ আস‌নে আওয়ামীলী‌গের ম‌নোনয়ন প্রত‌্যাশী যুক্তরাজ‌্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান ছা‌দে‌কের উদ্যো‌গে শুধীজন‌দের নি‌য়ে এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। র‌বিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ‌্যায় গোলাপগঞ্জ পৌর সদ‌রের এক অ‌ভিজাত রেষ্টু‌রে‌ন্টে মত‌বি‌নিময় সভায় আফসার খান ছা‌দেক ব‌লেন, জন‌নেত্রী শেখ হা‌সিনার হাত ধ‌রে দেশ অ‌নেক দূর এ‌গি‌য়ে গে‌ছে। আগামী‌তেও ‌শেখ হা‌সিনার হাত ধ‌রেই আরও এ‌গি‌য়ে যা‌বে। আমি মনে প্রানে একজন বঙ্গবন্ধুর সৈনিক। দলের জন্য আজীবন কাজ করে যাবো। দলের মাধ্যমে এ জনপদের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে সব সময় সামনের

সারিতে থাকব। আমা‌দের এই সি‌লেট-৬ আস‌নে অ‌নেক কাজ এখনও বাকী র‌য়ে‌ছে, এ কাজগু‌লো কর‌তে যোগ‌্য ও স‌ঠিক নেতৃ‌ত্বের প্রয়োজন। আমা‌দের এখা‌নে অ‌নে‌কেই নেতৃত্ব দি‌য়ে‌ছেন, কিন্তু স‌ঠিক নেতৃত্ব না থাকায় জন‌নেত্রী শেখ হা‌সিনার উন্নয়‌নের সুফল জনগণ পা‌চ্ছেন না। আগামী সংসদ নির্বাচ‌নে দল আমাকে ম‌নোনয়ন দি‌লে স্মার্ট এলাকা গড়‌তে নি‌জে‌কে নি‌বে‌দিত করবো। বিয়ানীবাজার আওয়ায়ীলীগ নেতা শামছুল ইসলাম চৌধুরীর সভাপ‌তি‌ত্বে মত‌বি‌নিময় সভায় বক্তব‌্য দেন, জালালাবাদ আদর্শ ক‌মিউ‌নি‌টি, সি‌লেট-৬ এর সভাপ‌তি সা‌হেদ আহমদ, সাধারণ সম্পাদক সা‌লেহ আহমদ খা, বাঘা ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলীগের সাংগঠ‌নিক সম্পাদক সা‌হেদ আহমদ, প্রবাসী সংগঠক দিলদার হো‌সেন খান, যুব‌লীগ নেতা লিংকন কা‌ন্তি দেব, বাঘা ইউ‌নিয়ন আওয়ামীলীগ নেতা তুরু মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top