খানজাহান আলী থানা প্রতিনিধিঃ বিআরটিএ শিরোমণিস্থ বাদামতলা খুলনা সার্কেল কার্যালয়ে পেশাজীবি গাড়ীচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিআরটিএ’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক(ইঞ্জি) প্রকৌশলী মো. মাসুদ আলম। বিআরটিএ খুলনা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ আলী। বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি) প্রকৌলশী তানভীর আহমেদের সভাপতিত্বে এবং মটরযান পরিদর্শক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. অনিন্দ্য কুমার সাহা, ডিএমপি’র ট্রাফিক পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম
এবং খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং ইন্সটেক্টর মিলন কুমার পাল। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক(ইঞ্জি) প্রকৌশলী মো. মাসুদ আলম বলেন, পেশাজীবি গাড়ীচালকরা প্রশিক্ষণের মাধ্যমে পুর্ণঙ্গতা অর্জন করতে সক্ষম হয়। আর গাড়ী চালনোর ক্ষেত্রে প্রশিক্ষণের বিভিন্ন সুফল গুলো প্রতিফলিত হলে তবেই এই প্রশিক্ষণ কর্মশালা স্বার্থক হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক খুলনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ আলী বলেন, নিজের এবং যাত্রীদের জীবন নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে রাস্তায় গাড়ী নামানোর আগে গাড়ীটিকে সঠিক ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তার পর গাড়ী বের করা উচিত। একই সাথে প্রতিটি চালকের উচিত ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলা। প্রশক্ষণ কর্মশালায় বিভিন্ন জেলা থেকে আগত পেশাজীবি গাড়ী চালকরা অংশগ্রহণ করে।