সেলিম মাহবুব,সিলেটঃ সিলেট সদরের জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান, পুরান কালারুকা গ্রামের বাসিন্দা মোঃ ওবায়দুল্লাহ ইসহাক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন।এ সময় তাঁর সাথে দুর্ঘটনায় মারা যান আরো এক ব্যবসায়ী। তিনি হলেন সিলেট ষ্টেডিয়াম মার্কেটের ব্যবয়াসী ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রশীদ। তিনি দরগাহ মহল্লার বাসিন্দা মামুনুর রশীদের পুত্র। শনিবার (১৬ সেপ্টেম্বর ) রাতে সিলেটের কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন
ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মোঃ ওবায়দুল্লাহ ইশহাক ও ব্যবসায়ী এম হাফিজুর রশীদ। সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় একটি দাঁড়করা ট্রাকের সাথে মোটর সাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল আরোহী চেয়ারম্যান সহ তারা দু”জনই ঘটনাস্থলে মারা যান। পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। মরদেহ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।