রায়পুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

পীরজাদা মাসুদ হোসাইনঃ রায়পুর লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব সাগরদী গ্রামের চেরাগ আলী হাজী বাড়িতে(নোয়া বাড়িতে) ফজলুল করিমের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে।
এ সময় চোরের দল দুবাই প্রবাসীর ঘর থেকে ৮ ভরি সোনার অলঙ্কার, নগদ ৩ লক্ষ টাকা, ৩টি কম্বল, ও মুল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রায়পুর থানা পুলিশের একটি টিম।

ক্ষতিগ্রস্থ দুবাই প্রবাসী ফজলুল করিমের মেয়ে শামছুন নাহার বলেন, গত ১৬ (সেপ্টেম্বর) শনিবার আমরা আমাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ঐ রাতে অজ্ঞাতপরিচয় চোরেরা আমাদের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ডুকে আলমিরা ও শোকেস ভেঙ্গে ৮ ভরি সোনার অলঙ্কার, নগদ ৩ লক্ষ টাকা, ৩টি কম্বল, ও মুল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। এই বিষয়ে আমরা প্রশাসনের সহযোগীতা চাই। এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, ৯৯৯-এ প্রবাসীর বাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *