আলী আজীম, মোংলা (বাগেরহাটঃ মোংলায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপ- মন্ত্রী হাবিবুন নাহার এর জন্মদিন পালিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের রাব্বি ক্লিনিকে পৌর ১নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি বেল্লাল হোসেনের আয়োজনে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি বেল্লাল হোসেন, ১নং ওয়ার্ড আ’লীগের সিনিয়র সহ-সভাপতি
শাহ-আলম শিকদার, আ’লীগ নেতা এনামুল কবির, যুবলীগ নেতা ইউসুফ হোসেন, সালাম, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন সানি প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ উপ-মন্ত্রী হাবিবুন নাহার এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়াও উপ-মন্ত্রী হাবিবুন নাহার এর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মোংলা উপজেলার বিভিন্ন মসজিদ ও এতিমখানা মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়।