দাকোপ খুলনা প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলায় যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্যের সাথে ঘটনা করে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ই সেপ্টেম্বর সোমবার সকল থেকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাক্তিমালিক, ইঞ্জিন চালিত মোটরসাইকেল সমিতি,পৃথক পৃথকভাবে ঘটনা করে বিশ্বকর্মা পূজা হয়েছে। এ পূজা দেখতে আসা স্হানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। চালনা বাজার স্বর্নগয়না ব্যবসায়ীর দোকান, লোহাপট্টিএলাকায়, ডাকবাংলো মোড়ে মোটরসাইকেল সমিতি, পোদ্দার গঞ্জ ইঞ্জিন ভ্যান,
মটর সাইকেল, বাজুয়া চড়ার বাঁধ, হরিণ টানা ইঞ্জিন চালিত মোটরসাইকেল সমিতির, পূজা মন্ডবে দর্শনাথীদের উপচে পড়া ভীড়। দিন ব্যাপী এ পূজায় দর্শনাথীরা একটি মন্ডপে পূজা শেয হলে অন্যএকটি মন্ডপে পূজায় অংশ গ্রহণ করতে দেখা যায়। প্রত্যকেটি পূজা মন্ডপে ব্যাপক বাদ্যযন্ত্রবাজতে দেখা যায় এবং অঞ্জলীও দিতে দেখা যায়। পূজা শেয দর্শনার্থীদের মধ্যে আখ,লেবু, চিড়ামুড়ি মিষ্টি সহ খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়েছে।