মুহাম্মদ কাইসার হামিদঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির মাধ্যমে উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার বদরুল হাসান খান গতকাল ১৭ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনাকে ফুলেল শুভেচছা জানান। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ফ্রেমবন্দি একটি স্মৃতিশোধ ও উপহার তুলে দেন। এসময় তাদের সাথে ছিলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা সহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, লেখক ও কেন্দ্রীয় মহিলা যুবলীগের সহ-অর্থ সম্পাদক সাঈদা খানম মুক্তা, ইঞ্জিনিয়ার বদরুল হাসান খান এর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ওয়ালিদ আহমেদ সহ ইঞ্জিনিয়ারের ছোট ভাই শিক্ষানুরাগী ইকরামুল হাসান খান।
ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার বদরুল হাসান খান ২০২২ সালে ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদে সভাপতি থাকা অবস্থায় কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন তিনি। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সোমবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা অডিটোরিয়ামে বাছাই কমিটির মাধ্যমে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয় মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ৪ সেপ্টেম্বর শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা’র যৌথ স্বাক্ষরিত এক পত্রমূলে এ তথ্য জানা যায়।