নিউজ করায় কলারোয়ার সাংবাদিক রাব্বিকে প্রাননাশের হুমকি

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ ব্যাংকে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ নিউজ প্রচার করায় কলারোয়ায় সাংবাদিক মোঃ রেজওয়ানুল ইসলাম রাব্বি (২২) প্রাণনাশের হুমকি দিয়েছে কলারোয়া কথিত সাংবাদিক পরিচয়দানকারী দেলোয়ার হোসেনের ছোট ভাই সাগর পরিচয় দিয়ে হুমকি প্রদান করে। সেই অডিও এখন ফেজবুকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।
মোঃ রেজওয়ানুল ইসলাম রাব্বি উপজেলা পৌর সদরের গদখালী গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক পর্যবেক্ষণ ও দৈনিক সাতনদী পত্রিকা সংবাদমাধ্যমের কলারোয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্য।

রেজওয়ানুল ইসলাম রাব্বি,১৬ সেপ্টম্বর শনিবার সকাল ৯টা ২৭ মিনিটে সংবাদ সংগ্রহের কাজে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন সেই সময় ০১৫১৮৯৫২০৪৮ নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। এ সময় তাঁকে গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয় সাগর। সেই নিজেকে কথিত সাংবাদিক দেলোয়ার হোসেনের ছোট ভাই বলে পরিচয় দেন। সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা। দ্রুত হুমকিদাতার শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top