সেলিম খান সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়া সোনাবাড়ীয়া চন্দনপুর রোডে পাট বহনকারী টলিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে যাই। ঠিক সেসময় সেই রাস্তা দিয়ে কলারোয়া থানা পুলিশের এএসআই ইসমাঈল যাচ্ছিন তিনি পাটের গাড়িতে আগুন দেখতে পেয়ে সাথে সাথে কলারোয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজ রহমানের জানান এবং (ওসি) মোস্তাফিজ রহমান সাথে সাথে আগুন নিভানোর জন্য ব্যবস্থা নিতে বলেন। সে সময় এএসআই ইসমাইল নিজে গাড়ি থেকে জলন্ত পাট নিচে ফেলে পানি দিয়ে নিভানোর চেস্টা করতে থাকে। পরে স্থানীয় মানুষ এএসআই ইসমাইলের সাথে যোগদেন।পুলিশের কর্মের খুশিতে পঞ্চমুখ কলারোয়ার সোনাবাড়ীয়া বাজার থেকে চন্দনপুর বাজার।
এসময় টলি চালক জানান আমি আজ এএসআই ইসমাঈল স্যারের জন্য রক্ষা পেয়েছি। তিনি আগুন নিভানোর জন্য অনেক সহযোগিতা করেছেন।
স্থানীয় এক কৃষক জানান,
আমরা জানতে পারি যে রাস্তায় এক পাটের গাড়িতে আগুন লেগেছে এসে দেখি একজন পুলিশ অফিসার নিজে চেস্টা আগুন নিভানোর। সেই সাথে সাথে আমরা বাড়ি থেকে বালতি মগ নিয়ে এগিয়ে গেলাম আমাদের কাছ থেকে বালতি নিয়ে পুলিশ অফিসার নিজে পাশের ডোব থেকে পানি তুলে ডালতে থাকে।এসময় তিনি স্হানীয় জনসাধারণ পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করে বলেন কলারোয়া থানার মানবিক ওসি মানবিক টিম।মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করবেন এটা আমাদের আশা পুলিশ মানুষের বন্ধু এটা একটি দৃষ্টান্তমূলক হয়ে থাকবে কলারোয়া থানা পুলিশের ইতিহাসে বলে মনে করেন অনেকে।