লেখকঃ কামরুল হাসান মেহেদি
আধার জ্বেলে আনবো আলো- মোরা সবাই মিলে,
স্বপ্ন নিয়ে গড়তে হবে সবাই ধীরে ধীরে।
দেখা হবে সেই দিনেরই আকাশ ছুঁয়া মিল,
আমরা সবাই ঐক্য হয়ে করবো অংশ নীল।
রাইট কথা আমার বলা সবাই যদি চাই,
রাইট টক বাংলাদেশ ঐ সবার সাহায্যে তাই।
লক্ষ মোদের সমাজসেবা নয়তো অন্য কিছু,
অন্যায় কে আশ্রয় দিয়ে হবো মোরা পিছু।
সবাই মিলে বাংলা সাজাই স্লোগানে যাই,
মানব সেবায় লুটিয়ে পড়ি আমরাই তো তাই।
নাই স্বার্থ ছারি লাজ সর্বদা করিয়া তিতিক্ষা ত্যাগ,
মানব সেবার তরে হবে পূর্ন, জীবন হবে মোদের ধন্য।
ঝড় বন্যা দুর্যোগেতে চাই বাঁচাতে প্রান,
ঝুঁকির মাঝে উদ্ধার কাজে বিলিয়ে যাবো ত্রান।
পথের পাশে ঝরে পড়া শিশু কিশোর ফুল,
সুন্দর এই দেশ গঠনে ” রাইট টক বাংলাদেশ” তাদের কূল।
সবার দুঃখে রইবো পাশে আমরা দিন রাত,
খোদার রহম থাকবে সদা ” রাইট টক বাংলাদেশ” বীরের সাথে।
সংগঠনের জন্য রিক্ত হয়ে যাচ্ছি
তবুও মন চায় আরো রিক্ত হতে,
সংগঠনের জন্য সম্বলহীন হতে চাই
বসতে চাই পথে।