মেহেদী হাসান নয়ন, বাগেরহাটঃ বাগেরহাট ফকিরহাট উপজেলার পাগলা উত্তর পাড়া গ্রামে আজিজ মাষ্টার এর বাড়ির সামনের বিশ্বরোডে দু’জন চোর আটক করে জনতা অতঃপর ঘটনা স্থানে পুলিশ এসে বাদি না পেয়ে,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলি হোসেন সহ উপস্থিত জনতার সাক্ষী নিয়ে ছেরে দেয়। গ্রিল চোর ছারা পেয়ে পালিয়ে যায় সঙ্গে থাকা ভেন চালক রুপসা উপজেলার সুকুর মিয়ার ভেন গাড়ি আটক রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলি হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ টিটু শেখ মিলে ভেন গাড়ি জিম্মা রেখে ছেরে দেয়,দিন কয়েক পর জিম্মা রাখা চোরের ভেন’টি মোঃ জাকির শেখ চোরের ভেন গাড়ি’টি টুটু শেখ কে মেম্বারের কাছে দিতে বলে।
পলাতক অপর অভিযুক্ত মোঃ টিটু শেখে বলেন,চোরের ভেন গাড়ি’টি টিটু শেখ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য আব্দুর রহমানের কাছে পৌঁছানার পরে আমাকে একটি শর্তের মাধ্যমে ৫০০০ টাকা দিয়ে বলেন আটক ভ্যান চুরির কোন কথা কাউকে বলবে না অনেক দূর গেলে আলির কথা বলবি।
অভিযুক্ত শেখ জাকির জানান, আমার কাছে সব ডকুমেন্টস আছে, আমি যদি কোন দরবারে বসি সব তুলে ধরবো ইনশাআল্লাহ। এ বিষয়ে ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আব্দুর রহমান জানান, আমি চোর এর সম্পর্কে কিছু জানিনা ভেন জিম্মা রাখা হয়েছে তবে ভেন গাড়ি বিক্রিয় সম্পর্কে কিছু বলতে পারি না।অভিযোগকারী সুকুর আলী জানান, আমাকে চোর উপাধি দিয়ে অমানুষিক নির্যাতন করে আমার শেষ সম্ভব একটা ভেন গাড়ি জিম্মায় রেখেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলি হোসেন ও উপস্থিত জনতা আমি আমার শেষ সম্বল টুকু ফেরত পেতে চাই। তবে ওই এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের দাবি অতি দ্রুত এ ঘটনার সঠিক বিচার করা হক তাহলে যেমন এক দিকে চোরের ভেন গাড়ি ডাকাতির আসল রহস্য উন্মোচন হবে অন্য দিকে নিরীহ ভেন চালক তার রোজগার করার শেষ সম্বল টুকু ফিরে পাবে এমনটাই প্রত্যাশা সকলের।