ছাতকের সহকারী কমিশনার (ভুমি)”কে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি

সেলিম মাহবুব,সিলেটঃ দেশে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৮ জন কর্মকর্তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর বিধি-৫,(বি) অনুযায়ী সিনিয়র স্কেলে ( জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ) গ্রেড, টাকা ৩৫.৫০০-৬৭.০১০ পদোন্নতি প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ছাতকের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন। প্রজ্ঞাপন তালিকায় ৬০ নং ক্রমিকে রয়েছে কর্মঠ ও সদালাপী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিনের নাম। তাঁকে রাষ্ট্রের সিনিয়র বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে পদোন্নতি প্রদান করা হয়েছে। বুধবার ১৩ সেপ্টেম্বর গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়,মাঠ প্রশাসন-১ শাখার একটি প্রজ্ঞাপনে ছাতকের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিনকে (১৮৩১৪) এ পদোন্নতি প্রদান করা হয়। জারিকৃত প্রজ্ঞাপনে সকল কর্মকর্তারা স্ব-স্ব পদে বহাল থেকে সিনিয়র সহকারী সচিব

হিসেবে সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবরে যোগদান পত্র প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে ১৩ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব পদোন্নতি প্রদান করা হয়। মোহাম্মদ ইসলাম উদ্দিন ২০২১ সালের ১৫ জুলাই ছাতকে সহকারী কমিশনার (ভুমি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে এপর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অত্যন্ত সৎ, ভদ্র ও মাজ্জিত মোহাম্মদ ইসলাম উদ্দিন ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে রাঙ্গামাটি ও সুনামগঞ্জ জেলা প্রশাসনে এনডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ ইসলাম উদ্দিনের জন্মস্থান সিলেটের কানাইঘাট উপজেলায়। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top