সেলিম মাহবুব, সিলেটঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশে ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ আবুল হোসেন। সোমবার (১১ সেপ্টেম্বর) উচ্চ আদালতের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন এবং আবু জাফর সিদ্দিকীর বেঞ্চ এ আদেশ দিয়েছেন। উপজেলার বাংলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ ধারা-২১ অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি ৫০ টাকা আদায়ের স্থলে ৪৫০ টাকা করে আদায়, ইউনিয়ন পরিষদ (হিসাব রক্ষণ এবং নিরীক্ষা) বিধিমালা ২০১২ অনুযায়ী পরিষদের সকল রশিদ বই ইউপি সচিবের জিম্মায় থাকার বিধান থাকলে ও চেয়ারম্যান নিজ জিম্মায় রেখে রশিদ বই বিধি বহির্ভূত ভাবে আদায়কারী দের নিকট বিতরনণ করার অভিযোগ এবং বিভিন্ন কর, রেইট ফি ইত্যাদি বাবদ আদায়কৃত অর্থ পাক্ষিক ভাবে ব্যাংকের সংশ্লিষ্ট হিসাবে জমা করার বিধান থাকলে ও নম্বর প্লেট,
ও হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত অর্থ নির্ধারিত সময়ের পর ব্যাংকে জমা না করা সহ বিভিন্ন অভিযোগ এনে ১০ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনয়ন করেন। এপ্রেক্ষিতে সরেজমিন তদন্তে অভিযোগ সমূহ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার(ইউনিয়নপরিষদ) আইন ২০০৯-এর ৩৯ (১৩) ধারার বিধান অনুযায়ী সরকার কর্তৃক জনস্বার্থে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হলে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের পদটি ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়েছিলো। নিজ পদ ফিরে পেতে উচ্চ আদালতে একটি রীট করেছেন ইউপি চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ আবুল হোসেন। গত ১২ জুন সুপ্রিম কোর্টে দাখিলিয় এক আপিলের প্রেক্ষিতে শুনানি শেষে গত সোমবার সুপ্রিম কোর্টের এক আদেশে মোহাম্মদ আবুল হোসেনকে স্ব-পদে বহাল করতে সুনামগঞ্জ জেলা প্রশাসককে আদেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ আবুল হোসেন বলেন, কিছু মানুষ তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে বিভিন্ন অভিযোগ করেছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে তিনি ন্যায় বিচার পেয়েছেন।