কেএমপির লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -২

সৈয়দ জাহিদুজ্জামানঃ খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই জন গ্রেফতার হয়েছে। গত বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌণে ১ টার সময় লবণচরা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন দক্ষিণ মোহাম্মদ নগর স্লুইস গেটের পিচের গলি সংলগ্ন ডিপার্টমেন্টালের স্টোরের পাশের গলি হতে (১) সাইমুন আকন (২০) পিতা মোঃ শাহ আলম মাতা নাজমা পরভীন সাং দক্ষিণ মোহাম্মদ নগর স্লুইস গেট থানা লবণচরা এবং (২)

মেহেদী হাসান (২৪) পিতা মোঃ সাহেব আলী খাঁ মাতা রিজিয়া বেগম সাং দক্ষিণ মোহাম্মদ নগর থানালবণচরা খুলনা মহানগরীদ্বয়কে ২টি লোহার তৈরী কাঠের বাটযুক্ত ছোরা ১টি লোহার তৈরী চাপাতি এবং ১টি লোহার তৈরী প্লাস্টিকের বাটযুক্ত রামদাসহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে লবণচরা থানার মামলা দায়ের হয়েছে। মামলা নং-০৯, তারিখ-১৩/০৯/২০২৩ ইং, ধারা আর্মস এ্যাক্ট এর ১৯ই রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top