সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকের সুরমা ব্রীজ হতে সওজ’র পুরাতন অফিস অর্থাৎ জিরো পয়েন্ট পর্যন্ত ৩.৫ কিমি সড়ক, রোড ডিভাইডার, সড়কবাতি সহ ফোর লেনে উন্নীতকরন প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়েছে। মঙ্গলবার একনেক সভায় এ প্রকল্পটি অনুমোদন হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, এবং পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি কে ছাতক-দোয়ারা ও ছাতক পৌরবাসির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। এ ছাড়া গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার (জেড-২৮০২) সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতকের সুরমা ব্রিজের এপ্রোচ পয়েন্ট প্রায় ১০ কিলোমিটার রাস্তা ১৮ ফিট থেকে ৩৪ ফিটে প্রশস্ততায় উন্নীতকরন প্রকল্প একইসাথে অনুমোদন দেয়া হয়। ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের বিভিন্ন সড়ক,
সেতু ও কালবার্ড সমূহের জরুরী পূর্নবাসন ও পূর্নঃ নির্মাণ শীর্ষক প্রকল্পের মধ্যে ৩ শত ৬৩ কোটি টাকা ব্যয়ে ছাতকে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। উল্লেখ্য ২০২০ সালের ২ ডিসেম্বর সওজ’র প্রধান প্রকৌশলী বরাবরে ছাতক পৌরসভার প্যাডে লিখিত এক আবেদনে ছাতক পৌরসভার প্রবেশদ্বার থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ৩ কিলোমিটার এবং সওজ’র কার্যালয় হতে লাফার্জ ফেরীঘাট পর্যন্ত ১.৫ কিলোমিটার মোট ৪.৫ কিলোমিটার রাস্তা ফোর লেনে উন্নীতরন সহ ট্রাফিক পয়েন্ট হতে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা ভিটোমিনাস করার জন্য দাবী জানান পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পরবর্তীতে তিনি ছাতকের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ থেকে ছাতকের ট্রফিক পয়েন্ট পর্যন্ত ফোরলেন উন্নীতকরণের দাবী জানান। ১৬ জুন উক্ত আবেদনে বিষয়টি জরুরী ও নাগরিক কল্যাণে বিধায় বর্নিত বিষয়ে অতিসত্ত্বর ইতিবাচক ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি। পরবর্তিতে গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার (জেড-২৮০২) সড়কের গুরুত্ব
ও বর্তমান অবস্থা এবং ব্যবহারের দিক তুলে ধরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বরাবরে মন্ত্রনালয়ের প্যাডে চিঠি দেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি। পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর আবেদনের প্রায় ৩ বছর পর ছাতক উপজেলাবাসীর দীর্ঘদনের কাংখিত প্রত্যাশা পুরন হতে যাচ্ছে স্থানীয়রা মনে করছেন। এ ব্যাপারে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী জানান, উপরে বর্নিত ছাতকের এসব উন্নয়ন ও স্বপ্নের ফোর লেন সড়ক বাস্তবায়নের জন্য দীর্ঘ প্রায় ৩ বছর ধরে চিঠি চালাচালি ও যোগাযোগ রক্ষা করে আসছেন তিনি। সওজ’র প্রধান প্রকৌশলীর সাথে প্রায়ই যোগাযোগ করে কাজের অনুমোদনের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিতেন। পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি ছাতক বাসীর জন্য আন্তরিক থাকায় প্রকল্পটি আলোর মুখ দেখেছে। এর জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী, পরিবহন ও সেতুমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।