পটিয়ায় তিনদিন ধরে ১২ বছরের শিশু নিখোঁজ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া কচুয়াই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দরফ আলীর বাড়ির হাবিবুর রহমান+ ৩৫)এর শিশু ছেলে মো: ওয়াহিদ( ১২বছর) এক শিশু  তিনদিন ধরে নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে নিখোঁজ ওয়াহিদ এর পিতা হাবিবুর রহমান বাদী হয়ে ১১ সেপ্টেম্বর সোমবার পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি নং ৬১৫/২৩ ইং দায়ে করেছে। পটিয়া থানার ডায়েরি সুএে জানা যায়, হাবিবুর রহমান তার স্ত্রী উর্মি আকতার (২৮), সন্তান মো: ওয়াহিদ কে নিয়ে গত ৯ সেপ্টেম্বর শনিবার সকালে কুসুমপুরা ইউনিয়নে ২ নং ওয়ার্ডে

গরীব সর্দারের বাড়ি ওয়াহিদ এর নানার বাড়িতে বেড়াতে যান।   ঐ দিন বিকাল ৪ টার দিকে তার নানার বাড়ির বসতঘর থেকে কাউকে কিছু না বলে ওয়াহিদ ঘর থেকে  বেরিয়ে আর ফিরে আসেনি।
তার মা-বাবা সদ্ভাব্য  আত্মীয় স্বজনসহ সকল স্থানে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে পটিয়া থানা নিখোঁজ জিডি করেন। ওয়াহিদ এর পরনে ছিল  ফুল হাতা শার্ট,, জিন্সের প্যান্ট, গায়ের রং ফর্সা, স্বাস্থ্যর গঠন  হালকা পাতলা,  চুল ছোট কালো, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ২ ফুট ৬ ইঞ্চি হবে। কোন সু-হৃদয় বান ব্যাক্তি শিশু ছেলেটির সন্ধান পেলে নিম্ন মোবাইল নং ০১৮২২৭৩৭৪৮১ জানানোর সবিনয়ে অনুরোধজানিয়েছেন  তার গরীব অসহায়  পিতা হাবিবুর রহমান, মা উর্মি আকতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top