স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ায় সুস্থতা ও রোগ মুক্তি কামনায় নাটোর জেলা স্বেচ্ছা সেবক দলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে নাটোর জেলা স্বেচ্ছা সেবক দলের আয়োজনে আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির
সদস্য সাইফুল ইসলাম আফতাব, , সানোয়ার হোসেন তুষার,সহ অন্যান্য নেতৃবিন্দ। এ সময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রীও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চরম অসুস্থ তাকে দ্রত বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা না করালে তিনি আরো অসুস্থ হয়ে পড়ছে। তাকে দূত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য নিয়ে সরকারের কাছে আর্জি জানান। না হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় ভার এই সরকারকে নিতে হবে।