সেলিম মাহবুব, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত বাদাঘাট বাজার জামে মসজিদ নির্মাণ কাজের জন্য নগদ ৫ লাখ টাকা অনুদান দিলেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুনামগঞ্জ ১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সেলিম আহমেদ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পরপর বাদাঘাট বাজার জামে
মসজিদ কমিটির কাছে নগদ টাকা হস্তান্তর করেন সেলিম আহমেদ। পরে তিনি মসজিদে আগত সকল মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন। নগদ অনুদান পেয়ে খুশি মসজিদ কমিটির সদস্যরা। এসময় সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, শুধু মসজিদ মাদ্রাসা নয়, সামর্থ্য অনুযায়ী সবসময়ই চেষ্টা করি অসহায় ও হতদরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা করার৷