সেলিম মাহবুব, সিলেটঃ হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চার জন নিহত এবং ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ৪ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার মিরাশী ইউনিয়নের বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র রুমেল আহমেদ (৩৫)। বাকি ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে এক জন নারী রয়েছেন। ওই নারীর বয়স আনুমান ৪২ বছর হবে বলে পুলিশের ধারণা। আহতদের ১ জন আহম্মদাবাদ ইউনিয়নের বাগাডুবি গ্রামের আব্দুল মালেকের পুত্র রাব্বি (২৫) সে সিলেট ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আরেক আহতকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্র জানায়, অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে চুনারুঘাট যাওয়ার পথে চানভাঙ্গায় পৌঁছলে বিপরীতমুখী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।