কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি :::: ঝালকাঠির রাজাপুরে “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠণে সাক্ষরতার প্রসার” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের হয়,
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, প্রাণী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম, পল্লী বিদ্যুতের এজিএম মধুসুধন রায়, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু, প্রমুখ।