সেলিম মাহবুব, ছাতকঃ ছাতকের ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ধনীটিলা, রাসনগর এবং রতনপুর গ্রামে বসবাসরত মনিপুরী সম্প্রদায়ের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এলাকায় নগর পরিক্রমা শেষে রাত জন্মাষ্টমীর বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্দিরে রাত বারোটার পর শঙ্খধ্বনি এবং আরতির মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়। প্রতি বছরই
এ এলাকায় মনিপুরী সম্প্রদায়ের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। নগর পরিক্রমায় উপস্থিত ছিলেন, ইন্দ্র মোহন সিংহ, রাম সিংহ, ব্রজেন্দ্র সিংহ, ব্রজ গোপাল শর্ম্মা, সমরজিত শর্ম্মা, অমর সিংহ, শংকর সিংহ, নিরঞ্জন সিংহ, লিটন সিংহ, সুমন সিংহ, স্বপন মনি সিংহ প্রমুখ।