কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা উপকরণ ও আইসিটি সামগ্রী বিতরণ

লিমন হেলাল : কাজিপুর (সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কাজিপুরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে নানা পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার । প্রাথমিক শিক্ষার মান নিয়ে মানুষের ধারণাকে পাল্টে দিতে কাজ করে যাচ্ছে ইউএনও। মান সম্মত শিক্ষা পরিবেশ, শিশুশিক্ষা নিশ্চিত করতে, দৈনিক অভিভাবক ও মা সমাবেশ নিশ্চিত করন। শিক্ষাঙ্গন সবুজায়ন, উপযুক্ত শিক্ষা দান পদ্ধতিতে পাঠদান প্রদান, সহশিক্ষা কার্যক্রমগুলো যথাযথ বাস্তবায়ন, শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ, পড়াশোনায় মনোযোগী করার করনীয় নির্ধারনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনিটরিং করতে মাঠে নেমেছেন কাজিপুর উপজেলা প্রশাসন। ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ইউএনও সুখময় সরকার বলেন, শিশুদের প্রথম শিক্ষক মা, দ্বিতীয় হচ্ছে স্কুল শিক্ষক। শিক্ষকের পাশাপাশি মাদের শিশুদের প্রতি লেখাপড়ায় খেয়াল রাখতে হবে। তাদের ভালোভাবে খাবার দিতে হবে। পুষ্টিকর খাবার দিতে হবে,যেন পুষ্টির অভাব না হয়। খাবার তালিকায় যেন ডিম দুধ অবশ্যই থাকে। শারীরিক ও মানসিক বিকাশে তাদের যত্ন নিতে হবে। আজকের শিশুই হয়ে উঠবে বাংলাদেশের নেতৃত্বদানকারী।

বক্তব্য শেষে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও চেয়ারম্যান আব্দুস মান্নান চানের অর্থায়নে আইসিটি সামগ্রী, একটি ল্যাপটপ বিতরণ ,বৃক্ষ রোপণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলা সামগ্রি বিতরণ করেন ইউএনও। এরপর চরাঞ্চলের ১৫ টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রজারপাড়া , রঘুনাথপুর , কান্তনগর , শালদহ , জোড়াবাড়ী , দক্ষিণ নাটুয়ারপাড়া’ চরনটিপাড়া ,জুমারখুকশিয়া, পশ্চিম পানাগাড়ি, চরপানা গাড়ি,নিশ্চিন্তপুর, গোয়ালবাতান, পাটদরতা সহ সকল প্রতিষ্ঠানের ভেতরে এবং বাইরে শিক্ষার পরিবেশ উন্নত করণে। শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ল্যাপটপ ও ইউএনও’র ব্যক্তিগত তহবিল থেকে পেনড্রাইভ ও সাউন্ড সিস্টেম, শিক্ষা উপকরণ স্কুলগুলোতে লাইব্রেরি তৈরিতে

বই ও প্রদান করা হয়। পূর্ব কালিকাপুর ও সাউথটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিল চালু উদ্বোধন করেন। পরে আলমপুর পশ্চিম পাড়া ও বেরিপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কোমলমতি শিশুদের জন্য হেল্থ ক্যাম্প উদ্বোধন করেন । এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সহকারি শিক্ষা অফিসার আবু জুবায়ের ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মমেনা পারভিন পারুল, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন, হারুনুর রশিদ, খায়রুল কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top