শেরপুর বগুড়া, প্রতিনিধি :::: বগুড়ার শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শেরপুর হাইওয়ে পুলিশ থানা প্রাঙ্গণে এ কমিউনিটি পুলিশিংয়ের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় পরিবহন মালিক শ্রমিক ও শ্রমিক নেতারা তাদের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন।হাইওয়ে পুলিশ সমস্যা সমাধানের আসস্থ প্রদান করেন। শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুত এর সভাপতিত্বে
ও এসআই খাইরুল ইসলাম এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জনাব হাবিবুর রহমান,পুলিশ সুপার বগুড়া হাইওয়ে পুলিশ,বগুড়া রিজিয়ন বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়ার জেলা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল হরেশ্বর রায়। আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা হাইওয়ে পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কামাল শেখ, সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা।এইসময় মালিক শ্রমিকদের সকল সমস্যা সমাধান করার আসস্থ করেন হাইওয়ে পুলিশ সুপার।