সেলিম মাহবুব, ছাতকঃ দোয়ারাবাজারে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় মদ সহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে। সোমবার বিকেলে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদসহ এই ৩ জনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে সিএনজি স্ট্যান্ডের নিকট একটি সিএনজি গাড়ীর পিছনের সিট থেকে ২টি পাটের বস্তায় রাখা ৩০ বোতল ভারতীয় মদ উদ্বার করে । এসময় ৩ মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, দোয়ারাবাজারের পলিরচর গ্রামের নূরুল ইসলামের পুত্র ফয়জুল ইসলাম (৩০), শ্রীপুর গ্রামের খলিলুর রহমানের পুত্র সি এন জি ড্রাইভার এমরান আহমদ (২৫) ও পলিরচর গ্রামের আব্দুল হকের পুত্র আবুল কালাম (৩৪)। এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে সবসময় অভিযান চলবে। তিনি বলেন গ্রেফতারকৃত চোরাকারবারিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।