ঝালকাঠিত জামিন বর হয় বাদীক হত্যার হুমকি ও চাঁদা দাবী

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুর জামিন বর হয় পালট মাহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও তার পরিবারক মিথ্যা মামলাদিয় হয়রানি, হত্যার হুমকি ও চাঁদা দাবির প্রতিবাদ রাজাপুর প্রস ক্লাব সংবাদ সম্মলন করছন ভুক্তভাগী শিক্ষক মা.কামরুজ্জামান খাঁন। তিনি উপজলার পশ্চিম বড়ইয়া এলাকার আলহাজ্ব মাস্টার শাহজাহান খাঁনর ছল।
লিখিত বক্তব্য তিনি অভিযাগ কর জানান, পশ্চিম বড়ইয়া এলাকার মত আব্দুস সত্তার চকিদার ছল মা.ফারুক চকিদার সম্পর্ক আমার আতীয় হয়। স ২০১৫ সালর ডিসম্বর মাসর ১৫ তারিখ আমার পিতা আলহাজ্ব মাস্টার শাহজাহান খাঁনক হত্যার উদ্দশ্য হামলা চালায়। তার দাড়ালা দায়র কাপা আমার পিতার ডান পাশর পাঁজর প্রায় ৮ ইঞ্চি ক্ষত হয় এবং ফুসফুস কট যায়। এ ঘটনায় আমরা রাজাপুর থানায়

মামলা দায়র করিল বিজ্ঞ আদালত সমস্ত সাক্ষী প্রমানর ভিত্তিত অভিযুক্ত ফারুক চকিদার’ক দশ বছরর সাঁজা প্রদান করন। ফারুক চকিদার এই মামলায় বছর খানক কারাবরণ করার পর আপিল জামিন কিছুদিন বাইর থক পূনরায় একই মামলায় আবার কারাবরণ কর। পর উচ আদালত আপিলর মাধ্যম জামিন এস আমাদর কাছ মাটা অংকর চাঁদা দাবি কর। চাঁদা দাবির কারন জানত চাইল ফারুক চকিদার আমাদর জানায় ‘তারা আমার নাম মামলা দিয়ছ’ সই মামলায় আমার সাঁজা হইছ। উচ আদালত থক জামিন আসত আমার অনক টাকা খরচ হইছ। এখন তারা যদি আমাক টাকা না দও তাহল তাক খুন করবা এবং তার পরিবারকও শষ কর ফলব। তিনি গত রবিবার (৩ সপ্টম্বর)

বিকল আমাদর সম্পত্তিত রাপনকত ধানর বীচতলা নস্ট কর ফল। এর আগও একই সম্পত্তিত আমাদর রাপনকত ধানর বীজতলা একাধিক বার নস্ট কর ফল ফারুক। একই জমিত যক্ষনি ধান রাপনর এবং কর্তনর সময় আস তক্ষনি ফারুক আমাদর নাম মিথ্যা মামলা দিয় ফসল নস্ট কর আমাদর আর্থিকভাব ক্ষতিগ্রস্ত কর। য কানা সময় আমাদর উপর হামলা চালাত পার ফারুক। তার ভয় বর্তমান আমরা ঘরবাড়ি ছাড়া হয় পরিবার সহ রাজাপুর বসবাস করছি। জমির বীজতলা নস্ট করার ব্যাপার আমি ৫ সপ্টম্বর রাত রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকতার্র কাছ অভিযাগ দিত গল স আমার অভিযাগ না নিয় উল্টা আমাক অপমান কর বল এ বিষয় আমার কিছুই করার নাই। সংবাদ সম্মলন তিনি সাংবাদিকদর লখুনির মাধ্যম প্রসাশনর উর্দ্ধতন কর্তপক্ষ সহ মহামন্য আদালত এবং সংশ্লিস্ট কর্তপক্ষর সু-দস্টি কামনা কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top