ছাতকে পাওনা টাকা নিয়ে মামার হাতে ভাগনা খুন

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ ছাতকে এক দিনের ব্যবধানে আবারো খুনের ঘটনা ঘটেছে। এবার মামার হাতে খুন হয়েছে ভাগনা সাদির হোসেন(৩০)। টাকা লেনদেনের বিষয়ে ৩ নভেম্বর রাতে সালিশ বৈঠকে চলাকালিন সময়ে হামলায় নিহত হয় সে। ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে। সাদির হোসেন (৩০) বানায়ত গ্রামের মনর আলীর পুত্র। হামলাকারীরা একই গ্রামের বাসিন্দা এবং নিহত সাদির হোসেনের মামা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গ্রামের আবাছ আলীর পুত্র মনছব আলী এবং মনর আলীর পুত্র সাদির হোসেনের মধ্যে মামলা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার রাতে এ বিষয় নিস্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সাদির হোসেনের মামা হন মনছব আলীর মধ্যে ৪০ হাজার টাকা লেনদেন নিয়ে

কথা কাটা-কাটি ও উত্তপ্ত বাক-বিতন্ডা শুরু হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে মামামনছব আলী উত্তেজিত হয়ে মাগনা সাদির হোসের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত সাদির হোসেনকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। ময়না তদন্তে জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এর আগের দিন শনিবার ভোর রাতে ছাতক সিমেন্ট কারখানা ট্রান্সপোর্ট ঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন মোজাম্মেল হোসেন মাসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top